ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

নোবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, আগস্ট ১৬, ২০১৫
নোবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি: স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকরা।

রোববার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।



এতে নোবিপ্রবির উপাচার্য ড. এম অহিদুজ্জামান, উপ উপাচার্য ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহের রোববার একই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।