ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

কুষ্টিয়ায় পাসের হার কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, আগস্ট ৯, ২০১৫
কুষ্টিয়ায় পাসের হার কমেছে ফাইল ফটো

কুষ্টিয়া: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর কুষ্টিয়ায় পাসের হার গত বছরের তুলনায় ১০ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

চলতি বছরে এইচএসসিতে জেলায় পাসের হার ৩৭ দশমিক ৯৬ শতাংশ।

গত বছর ছিল ৪৮ দশমিক ৫২ শতাংশ।

যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ বছর জেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৪ হাজার ৮৯৮ জন।

পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৪১৯ জন ছাত্র ও ২ হাজার ৪৭৯ জন ছাত্রী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।