ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেটে সাফল্যের শীর্ষে সিলেট ক্যাডেট কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, আগস্ট ৯, ২০১৫
সিলেটে সাফল্যের শীর্ষে সিলেট ক্যাডেট কলেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) এবারও সাফল্য ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।



শিক্ষা কার্যক্রমে ক্যাডেটরা আকর্ষণীয় সাফল্য অর্জন করায় কলেজ অধ্যক্ষ কমান্ডার এম. সাইফুল ইসলাম (ট্যাজ) পিএসসি, বিএন ক্যাডেট অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল, দেশপ্রেমিক মানবসম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে এবং আগামী দিনগুলোতে সাফল্যের এই ধরা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।