ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন, ক্যারি-অন ফের চালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, আগস্ট ১, ২০১৫
মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন, ক্যারি-অন ফের চালুর দাবি ছবি: নাজমুল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্যারি-অন শিক্ষাপদ্ধতি ফের চালুর দাবিতে ‘সম্মিলিত মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশ’র আয়োজনে রাজধানীতে মানববন্ধন করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

শনিবার (০১ আগস্ট’২০১৫) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে অংশ নেওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সাগর দাস বলেন, ক্যারি-অন পদ্ধতি উঠিয়ে দেওয়ায় আমাদের সময় নষ্ট হচ্ছে। পাঁচ বছরের কোর্স শেষ হতে সাত বছর সময় লেগে যাচ্ছে। সময়মত বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হতে পারছেন না মেডিকেল শিক্ষার্থীরা।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অপর শিক্ষার্থী তাজ মো. মঞ্জুরুল হক বলেন, ক্যারি-অন পদ্ধতি বন্ধ করে দেওয়ায় এখন দিনে ১৮ ঘণ্টা লেখাপড়া করেও সব বিষয়ে কৃতকার্য হওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অথচ আগে নির্ধারিত সময়ের মধ্যে বেশ ভালোভাবেই কোর্স শেষ করতে পারতো শিক্ষার্থীরা।

ক্যারি-অন পদ্ধতিতে শিক্ষার্থীরা পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলেও পরবর্তী কোর্সে উন্নীত হতে পারতেন। সেই সঙ্গে অকৃতকার্য বিষয়ে মূল পরীক্ষার ছয় মাস পরে আবার পরীক্ষার সুযোগ পেতেন। দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থায় এ পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
ইউএম/আরএইচ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।