ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, জুলাই ৬, ২০১৫
মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন ধ্বংসের ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় শিক্ষাধারা।

সোমবার (০৬ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।



সমাবেশে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতে বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র বাস্তবায়নে জামাত-শিবির ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত।

বক্তারা এসময় উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রক্রিয়াকে সমস্যার আ‍ঁতুড়ঘর বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

জাতীয় শিক্ষাধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সাকিল আল মামুনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী।

বক্তব্য রাখেন এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব অ্যাড. নীহার মোশারফ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এইচআর/এএসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।