ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবি ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে চার্জশিট

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, জুলাই ১, ২০১৫
বাকৃবি ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে চার্জশিট

বাকৃবি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ৫ কর্মকর্তাকে পেটানোর অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এরা হলেন, বাকৃবি ছাত্রলীগের সহ সভাপতি ওয়াহাব রিন্টু, সিনিয়র সহ সভাপতি বিজয় কুমার বর্মন এবং যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম পলাশ।



বুধবার দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।

গত ১ জুন বাকৃবি ক্যাম্পাসে অবস্থিত বিএফআরআইয়ের  স্বাদু পানি কেন্দ্রে গিয়ে ইনস্টিটিউটের ৫ কর্মকর্তাকে পেটায় বাকৃবি ছাত্রলীগের নেতাকর্মীরা। পরদিন ওই ৩ নেতাসহ অজ্ঞাতপরিচয় আরো ৪/৫ কর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করেন বিএফআরআইয়ের প্রশাসনিক কর্মকর্তা আকতার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।