ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

রাতেই একাদশে ভর্তির ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, জুন ২৮, ২০১৫
রাতেই একাদশে ভর্তির ফল প্রকাশ

ঢাকা: কয়েক দফা পেছানো পর অবশেষে রাতেই প্রকাশ হতে যাচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক রোববার রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা শেষে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান জানিয়েছিলেন, আজকের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ভর্তির সময় ২ জুলাই পর্যন্ত বাড়ানোর জন্য ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বলা হয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এসএমএসের পাশাপাশি অনলাইনে আবেদন নেওয়া হয়।

২৫ জুন রাত সাড়ে ১১টায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করার কথা থাকলেও চার দিনেও তা হয়নি।

ভর্তির জন্য সারা দেশে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে জানিয়ে তিনি বলেন, কেউ কেউ একাধিক আবেদন করেছে। এতে মোট আবেদনকারী দাঁড়িয়েছে ৩০ লাখ। এতেও জটিলতা হয়েছে।

ভর্তির জন্য নির্ধারিত ওয়বসাইট (http://xiclassadmission.gov.bd), মোবাইল এসএমএস এবং শিক্ষা বোর্ডে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসএইচ

** রোববারই ফল প্রকাশ, বাড়ল একাদশে ভর্তির সময়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।