ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

‘ভ্যাট হয় দ্রব্যে, শিক্ষায় নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, জুন ২৩, ২০১৫
‘ভ্যাট হয় দ্রব্যে, শিক্ষায় নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

এতে বক্তারা প্রশ্ন রাখেন, ভ্যাট হয় দ্রব্যে, শিক্ষায় নয়। তবে কেন তাদের ওপর এ বার্তি বোঝা চাপিয়ে দেওয়া হলো!

ঢাকার হলিফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার মেডিকেল কলেজ ও নর্দান মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

এতে বক্তারা আরও বলেন, বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসকদের কাছে কেন সেবা আশা করবেন? যদি এতো টাকা দিয়েই তাদের শিক্ষা কিনতে হয়, তবে তারা সেবা দেবেন কী করে!

তারা বলেন, ভ্যাট হয় দ্রব্যের ওপর। শিক্ষায় নয়। শিক্ষা কিনতে নয়, নিতে এসেছি। বর্তমান সরকার এক হাতে বিনামূল্যে বই দিচ্ছে অন্যদিকে ভ্যাট বাড়াচ্ছে। এটা কোন ধরনের নীতি!

এ সময় তারা ২০১৫-১৬ অর্থবছরের চূড়ান্ত বাজেট পাসের পূর্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, জুন ২৩, ২০১৫
এফবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।