ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

শেকৃবি’র সিড টেকনোলজিতে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, জুন ২২, ২০১৫
শেকৃবি’র সিড টেকনোলজিতে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এম এস সিড টেকনোলজি কোর্সে ভর্তি আবেদন মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হচ্ছে।

পূরণকৃত আবেদন ফরম ৩০ জুনের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অফিসে জমা দিতে হবে।



সোমবার (২২ জুন) ইনস্টিটিউট অব সিড টেকনোলজির কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

আবেদন ফরমের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিটের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসা পত্র এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযোজন করতে হবে।

মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৫ জুলাই ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছুরা ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এম এস আবেদন ফরম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ৬ থেকে ৮ জুলাই তারিখের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করতে হবে।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ক্লাস আগামী ২৬ জুলাই শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।