ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার শামসুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জুন ২২, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার শামসুর রহমান অধ্যাপক (অব.) এ এম এম শামসুর রহমান

ময়মনসিংহ: ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক (অব.) এ এম এম শামসুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছেন।

সোমবার (২২ জুন) তিনি এ পদে যোগদান করেন।



এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত-উল আলমসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক এ এম এম শামসুর রহমান বিভিন্ন সরকারি কলেজে দীর্ঘ প্রায় ৩১ বছর শিক্ষকতা করেছেন। ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দীতে জন্মগ্রহণ করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এরপর ১৯৭৭ সালের ৯ জুলাই গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ-এ অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন।

২০০৮ সালের ডিসেম্বরে তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল হিসেবে চাকরি জীবন থেকে অবসর নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।