ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

মাস্টার প্ল্যান ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জুন ১৮, ২০১৫
মাস্টার প্ল্যান ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান নয়

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষাবান্ধব, আকর্ষণীয় ও আধুনিক করতে মাস্টার প্ল্যান ছাড়া ভবন নির্মাণ বন্ধ করতে নির্দেশনা দিয়ে একটি খসড়া পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, মাস্টার প্ল্যান ছাড়া ভবন নির্মাণ করায় অন্য প্রতিষ্ঠানের ভৌত সামঞ্জস্য থাকে না।

শিক্ষাপ্রতিষ্ঠানের সীমিত জমির সঠিক ব্যবহার করতে নির্দেশনা দিয়ে খসড়া পরিপত্র বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়া পরিপত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও ইউজিসির সহায়তা নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করতে বলা হয়েছে।

পরিকল্পনায় পরিবেশসম্মত ভবন, প্রতিষ্ঠান প্রধানের কক্ষ, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, গ্রন্থাগার, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে।

গ্রিন টেকনোলজির আওতায় অপচয় রোধে ওয়াশরুম ও সিঁড়ির লাইটিং ব্যবস্থা রাখতে হবে। রাখতে হবে পানির ট্যাঙ্ক, সোলার প্ল্যান্ট ব্যবস্থা।

এছাড়া কিচেন কর্নার, লন্ড্রি, সেফটিক ট্যাংক এবং উন্নত দেশের মতো ছাত্রী হোস্টেলে বিউটি পার্লারের ব্যবস্থা রাখতে হবে বলে খসড়া পরিপত্রে বলা হয়েছে।

মতামত নিয়ে খসড়া পরিপত্র চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তরা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।