ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেটে দ্বিতীয় দিনে অনুপস্থিত ৫১৫, বহিষ্কার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, এপ্রিল ৬, ২০১৫
সিলেটে দ্বিতীয় দিনে অনুপস্থিত ৫১৫, বহিষ্কার ৩ ফাইল ফটো

সিলেট: এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সিলেট বিভাগে অনুপস্থিত ছিলেন ৫শ ১৫ পরীক্ষর্থী। বহিষ্কার হয়েছেন তিনজন।



সোমবার (০৬ এপ্রিল) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৫শ ১৫ জন শিক্ষার্থী।

বহিষ্কার হওয়া ওই শিক্ষর্থীদের মধ্যে একজন সুনামগঞ্জের জগন্নাথপুর এবং বাকি দু’জন মৌলভীবাজার জেলার শিক্ষার্থীর বলে জানান তিনি।

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় ২শ ৫৬, হবিগঞ্জে ৭৮, মৌলভীবাজারে ১০৬ এবং সুনামগঞ্জ জেলায় ৭৫ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এনইউ/টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।