ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

হরতালে এইচএসসি ভোকেশনালের পরীক্ষা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, এপ্রিল ৬, ২০১৫
হরতালে এইচএসসি ভোকেশনালের পরীক্ষা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জামায়াতের ডাকা হারতালের মধ্যেও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ভোকেশনালের ইংরেজি-১ (নতুন/পুরাতন সিলেবাস, কোড ১১১২, একাদশ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর পূর্বের নির্দেশনা অনুযায়ী হরতালের মধ্যেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আগামীকালের পরীক্ষা ঠিক সময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ এপ্রিল) কোনো পরীক্ষা নেই।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গল ও বুধবার দেশব্যাপী এ হরতাল ডেকেছে জামায়াত।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এমআইএইচ/একে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।