ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

ধুনটে ইউসিসি কোচিং সেন্টারকে জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, এপ্রিল ১, ২০১৫
ধুনটে ইউসিসি কোচিং সেন্টারকে জরিমানা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে ইউসিসি নামে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের কর্মী এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ধুনট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।



ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ জরিমানা করেন।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পিএন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষা চলাকালে ধুনট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে ইউসিসি কোচিং সেন্টার বগুড়া শাখার প্রচারকর্মী বাদল হোসেন তাদের প্রসপেক্টাস নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এসময় তাৎক্ষণিকভাবে তার প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।