ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

শুক্রবার খুলছে ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, এপ্রিল ১, ২০১৫
শুক্রবার খুলছে ইবি

ইবি (কুষ্টিয়া): দীর্ঘ চার মাস দুই দিন বন্ধ থাকার পর শুক্রবার (০৩ এপ্রিল) খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।  
 
বুধবার (০১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ২২৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
তবে, আবাসিক হলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের ১০টি শর্ত আরোপ করেছে হল প্রোভোস্ট কাউন্সিল।  
 
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।  
 
সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা শুরু হয়। রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিন্ডিকেট মিটিং চলছিল।
 
সভায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন শনিবার থেকে ক্লাস-পরীক্ষা চালু হবে এবং একই দিন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে।
 
ক্যাম্পাস চালু হওয়ার পর ক্যাম্পাসে মিছিল, মিটিংসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
 
২০১৩ সালের ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে টানা চার মাস বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এরপর, ৮ জানুয়ারি একদিনের জন্য ক্যাম্পাস খুললেও পুলিশ-শিবির সংঘর্ষকে কেন্দ্র করে পরের দিন আবারো বন্ধ হয়ে যায় ক্যাম্পাস।  
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।