ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

বাংলাদেশের জয়ে জাবিতে আনন্দ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মার্চ ৯, ২০১৫
বাংলাদেশের জয়ে জাবিতে আনন্দ মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (০৯ মার্চ) বিকেলে বাংলাদেশ জয় পাওয়ার পর আবাসিক ছাত্র হলগুলো থেকে শিক্ষার্থীরা বের হয়ে পৃথক পৃথক আনন্দ মিছিল বের করেন।



মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে একযোগে মিলিত হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে।

উল্লাস শেষে তারা আবার যে যার হলে ফিরে যান।

মিছিলে আ ফ ম কামাল উদ্দিন হল, শহীদ সালাম বরকত হল, মওলানা ভাসানী হল, শহীদ রফিক জব্বার হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মীর মশাররফ হোসেন হল, আল বেরুনী হলের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিল থেকে শিক্ষার্থী শাওন জোয়ার্দার বলেন, বাংলাদেশের এ জয়ে আমরা অনেক আনন্দিত। এবারের বিশ্বকাপে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ্!

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।