ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

শিক্ষা

রোববার-সোমবারের কামিল পরীক্ষা স্থগিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মার্চ ৭, ২০১৫
রোববার-সোমবারের কামিল পরীক্ষা স্থগিত

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে কামিল প্রথম পর্বের রোববারের পরীক্ষা ও দ্বিতীয় পর্বের সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  
  
শনিবার (০৭ মার্চ) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহামদ আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

   
  
তিনি জানান, ২০দলের ডাকা ৭২ ঘণ্টা হরতালের কারণে এ দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা দু’টির তারিখ পরবর্তীতে জানানো হবে।  
  
হরতাল না থাকলে পরবর্তী পরীক্ষা সমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।  
  
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।