ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবি ছাত্রী জিনিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
জাবি ছাত্রী জিনিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ছাত্রী নুসরাত জেরিন জিনিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন।

ইনস্টিটিউটে প্রথম স্থান অধিকারী জিনিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



জিনিয়ার সহপাঠীরা জানান, কিছুদিন আগে হঠাৎ করেই জিনিয়া অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শমত রক্ত পরীক্ষা করে জানা যায় তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। যাকে সচরাচর Acute Lymphocytic Leukemia (ALL)  বলা হয়ে থাকে।

জিনিয়াকে প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে কেমোথেরাপি এবং পরবর্তীতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, জিনিয়ার চিকিৎসা বাবদ প্রায় ৭৫ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
তাই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন জিনিয়ার সহপাঠীরা।

জিনিয়াকে সাহায্য পাঠানোর ঠিকানা-
বিকাশ অ্যাকাউন্ট নম্বর- ০১৭৩৮২৭৫১২৭
যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ০১৭১৪৩৬১৭৮৯

অথবা

মো. জসিম উদ্দিন (জিনিয়ার ভাই)
অ্যাকাউন্ট নম্বর: 18117105901
স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, গুলশান উত্তর শাখা
ব্রাঞ্চ রাউটিং নম্বর: 215261900

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।