ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ফেব্রুয়ারি ২২, ২০১৫
কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অচলাবস্থা নিরসনের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন ইবির শিক্ষার্থীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার শহরের এনএস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, গত দুই মাসের অধিক সময় ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

গত ৩০ নভেম্বর ইবি ক্যাম্পাসে বাস চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ৩৭ দিন বন্ধ থাকে ক্যাম্পাস। এরপর ৭ জানুয়ারি ক্যাম্পাস চালু হওয়ার পর ৯ জানুয়ারি পুনরায় ইবি বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।