ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

জবিতে উচ্চ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
জবিতে উচ্চ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি):  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উচ্চ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন ‘হেকেপে’র উদ্যোগে জবি কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার হয়।



‘কোয়ালিটি অ্যাসেসমেন্ট রিলেটেড ইস্যু’ শীর্ষক সেমিনারে  প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন হেকেপ প্রকল্পের প্রধান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলস (আইকিউএসি) -এর পরিচালক অধ্যাপক ড. মো. কামরুল আলম খানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সেমিনারে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।