ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শিক্ষা

এসএসসি পরীক্ষা

অভিভাবকদের মাঝে পানি সরবরাহ খিলগাঁও ওসি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
অভিভাবকদের মাঝে পানি সরবরাহ খিলগাঁও ওসি’র ফাইল ফটো

ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করেছে খিলগাঁও থানা পুলিশ। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নিজেই অভিভাবকদের মাঝে পানির বোতল সরবরাহ করেন।

 

২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে সাড়া দেশের ন্যায় রাজধানীর খিলগাঁওয়েও ৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা উপলক্ষে খিলগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার জন্য সকাল থেকেই খিলগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা অভিভাবকদের মাঝে পানি সর্বারহসহ পুলিশ বিভিন্ন সেবা প্রদান করছে বলেও ‍জানান তিনি।

পরীক্ষার্থী ফাতেমা জাহানের বাবা ফিরোজ আলম বাংলানিউজকে জানান, খিলগাঁও গভ. স্কুলে মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে কেন্দ্রের সামনেই অপেক্ষা করছি।

কেন্দ্রের সামনে অপেক্ষমাণ সব অভিভাবকদের পুলিশ পানিসহ সার্বিক সহযোগিতা দিচ্ছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।