ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে শিক্ষকদের শান্তি মিছিল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বাকৃবিতে শিক্ষকদের শান্তি মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি(ময়মনসিংহ): দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি ও নিরীহ জনগণকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শান্তি মিছিল করেছে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়।



বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এ.কে.এম শামসুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ সালামের সঞ্চালনায় মিছিলটি শুরু হয়।

মিছিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হক। মিছিলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সভাপতি মুর্শেদুজ্জামান খাঁনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত ওই শান্তি মিছিলে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।