ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

মেহেরপুর সরকারি কলেজে আনন্দ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, নভেম্বর ২০, ২০১৪
মেহেরপুর সরকারি কলেজে আনন্দ র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজে চারটি বিষয়ে মাস্টার্স ও নতুন দু’টি বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ থেকে একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।



কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক আশরাফুল হক, সহকারী অধ্যাপক খেজমত আলী মালিথা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, কলেজ ছাত্রলীগের সভাপতি তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরত ই খুদা রুবেলসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

নতুন চালু হওয়া মাস্টার্সের বিষয় গুলি হচ্ছে-বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস এবং অনার্স কোর্স হচ্ছে হিসাব বিজ্ঞান ও ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।