ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ঝিনাইদহে আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, নভেম্বর ১৮, ২০১৪
ঝিনাইদহে আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ছাত্র সংগ্রাম পরিষদ।

বিএসসি ইন মেডিকেল টেকনোলজিস্টদের হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদ সৃষ্টিসহ দশ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।



মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্ট চত্বরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মাসিস্ট স্টুডেন্ট ফোরামের নেতা নুরুল ইসলাম সবুজ, অমিত কুণ্ডু, রায়হান ইসলাম, আসাদুল ইসালাম, দেবা সরকার, মইনুল ইসলাম, মুজাহিদুল ইসলাম রাব্বি প্রমুখ। ৱ
 
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করে ছাত্রদের দশ দফা দাবি মেনে নিতে হবে।

সমাবেশ শেষে স্টুডেন্ট ফোরামের নেতারা ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।