ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

তিন দফা দাবিতে নোয়াখালীতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, নভেম্বর ১৩, ২০১৪
তিন দফা দাবিতে নোয়াখালীতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ২০১২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ইংরেজি (নন-ক্রেডিট) বিষয়ে একতরফা শিক্ষার্থীদের ফলাফল ফেল আসার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে বিভিন্ন কলেজের কয়েকশ শিক্ষার্থী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে।



এসময় শিক্ষার্থীরা ইংরেজি (নন-ক্রেডিট) বিষয়ের উত্তরপত্র বিনামূলে সঠিকভাবে পুনঃমূল্যায়, প্রতিটি বিষয়ের উত্তরপত্রের পুনঃমূল্যানের ফি কমিয়ে আনা ও সেশনজট কমিয়ে যথাসময়ে পরীক্ষাগুলো অনুষ্ঠানের ব্যবস্থা করার দাবি জানান।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ফরহাদ হোসেন সুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদ্দাম হোসেন, অর্থনীতি বিভাগের এ এম মঞ্জু, চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষার্থী প্রতিনিধি সাইফুল ইসলাম রনি প্রমুখ।    

শিক্ষার্থীরা বলেন, একদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স শেষ করতে ৭-৮ বছর লেগে যায়। অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একের পর এক ‘আপত্তিকর’ সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীদের উপর ছাপিয়ে দেওয়া হয়। যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ।

তারা আরো বলেন, ২০১২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়েছে ২০১৪ সালে। ওই পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অসাবধানতার কারণে ইংরেজি (নন-ক্রেডিট) বিষয়ে  অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়। যা একেবারেই অবাস্তব ও অকল্পনীয়। পরীক্ষার খাতাগুলো যথাযথভাবে বিনামূল্যে পুনঃমূল্যায়ন করলে অধিকাংশ শিক্ষার্থী সফলতার সহিত কৃতকার্য হবেও শিক্ষার্থীরা সমাবেশে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।