ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

গজারিয়া হাই স্কুল পরিদর্শনে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, নভেম্বর ৭, ২০১৪
গজারিয়া হাই স্কুল পরিদর্শনে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দাগনভূঞার গজারিয়া হাই স্কুল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন ও ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে স্কুল পরিদর্শন করে প্রতিষ্ঠাতা ও সভাপতি  ড. রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।



এ সময় স্কুলের উদ্যোক্তা ও সমাজসেবক মো. নুর নবী, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক সিরাজ উল্ল্যা, বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জাকির হোসেন এবং দারুল উলুম মাদ্রাসার সভাপতি আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।  

দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন ও ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন স্কুলের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।