ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, অক্টোবর ২০, ২০১৪
সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

সোমবার (২০ অক্টোবর) শিক্ষার্থীরা ক্লাস এবং এনাটমি কার্ড পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।



সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন-মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, মিজানুর রহমান তানভির, সব্যসাচী বিশ্বাস, তৃতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব, শরীফ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণাধীন ভবন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও অদ্যাবধি তা নির্মাণ সম্পন্ন ও চালু করা হয়নি। কলেজ থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সদর হাসপাতালে গিয়ে তাদের ব্যবহারিক বিষয়গুলো শিখতে হচ্ছে। সেখানে পরিবহনসহ বিভিন্ন সরঞ্জামাদির অভাব ও আবাসিক মেডিকেল অফিসার দিয়ে ক্লাস নেওয়ায় তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে বিরূপ প্রভাব ফেলবে।  

বক্তারা দ্রুত মেডিকেল কলেজের ২৫০ শয্যা হাসপাতাল চালু, পরিবহনসহ বিভিন্ন সরঞ্জামাদির সংকট দূর ও কলেজের ৪০টি শূন্য পদে শিক্ষক নিয়োগসহ চার দফা দাবি জানান। দাবি না মানা হলে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষক সংকট দূর, নির্মাণাধীন ২৫০ শয্যা হাসপাতাল চালু ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার দাবিতে গত রোববার থেকে শিক্ষার্থীরা এই ধর্মঘটের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।