ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবিতে উত্তীর্ণদের সাক্ষাতকার ১-৪ ডিসেম্বর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ১৯, ২০১৪
জাবিতে উত্তীর্ণদের সাক্ষাতকার ১-৪ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাতকার আগামী ১-৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।



একই সময়ে মুক্তিযোদ্ধা, পোষ্য, প্রতিবন্ধী, উপজাতি, খেলোয়াড় ও সাংস্কৃতিক কোটায় ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকে ২০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। অনুমোদিত ছয়টি কোটার স্বপক্ষে অনুমোদিত কর্তৃপক্ষের সনদপত্র বা প্রমাণপত্রের অনুলিপি জমা দিতে হবে।

ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।