ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে তিনছাত্রীকে যৌনহয়রানির ‍অভিযোগে আটক ১

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, অক্টোবর ১৮, ২০১৪
রাবিতে তিনছাত্রীকে যৌনহয়রানির ‍অভিযোগে আটক ১ ছবি:ফাইল ফটো

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের এক নেত্রীসহ তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামুনুর রশীদ নামে এক ছাত্রকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে এ ঘটনা ঘটে।

মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রাবি ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক তমাশ্রী দাস বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তিনিসহ তিন ছাত্রী ও সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠ দিয়ে হলে ফিরছিলেন।

এসময় অতর্কিত ১০-১২ জন বখাটে তাদের ঘিরে ফেলে এবং আপত্তিকর অঙ্গভঙ্গিসহ এক ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করেন। এসময় ছাত্রীরা চিৎকার দিরে তারা দৌঁড়ে পালিয়ে যান। পালানোর সময় মামুনুর রশীদকে আটক করা হয়।

পরে রাবি ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা তাকে বিশ্ববিদ্যালয়ের কাজলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে তার কাছ থেকে লিখিতভাবে স্বীকারোক্তি ও অন্য বখাটেদের নাম নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুকম ইমন বাংলানিউজকে বলেন, আমরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রোববার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের নিকট লিখিত অভিযোগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে অভিযোগ দেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।