ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, অক্টোবর ১৮, ২০১৪
ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের অধীন  ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণ রোববার থেকে শুরু হবে।
 
কলা অনুষদের ডিনের কার্যালয়ে (রুম নং ১০০১) প্রতিদিন মেধা তালিকার প্রথম দিক থেকে ৫০০ করে শিক্ষার্থীর সাক্ষা‍ৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকার গ্রহন চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকার গ্রহণের সময় শিক্ষার্থীদের যা কিছু সঙ্গে রাখতে হবে- ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণ করা বিস্তারিত ফরমের কপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূলনম্বর পত্র ও তার ফটোকপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন পত্র ও তার ফটোকপি, ২ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি।

যে সব বিভাগের আসন বৃহস্পতিবারের মধ্যে পূর্ণ হবে না সে সব বিভাগের সাক্ষাৎকার গ্রহণের পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।