ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, অক্টোবর ১৮, ২০১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ক ও খ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে।



এরপর দুপুর ১২টায় শুরু হয়েছে গ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।   বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঘ ইউনিটের পরীক্ষা।

২০১৪-১৫ শিক্ষা বর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদের অধীনে ১৮ বিভাগে মোট ১ হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য মোট ৩২ হাজার ৩৭২ আবেদন পত্র জমা পড়েছে। ফলে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ২৫ জন প্রতিযোগী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এছাড়া চলতি শিক্ষাবর্ষ থেকে পূর্বের ১৬ বিভাগের সঙ্গে আরও ২ বিভাগ (পদার্থ বিজ্ঞান ও জিওলোজি অ্যান্ড মাইনিং) যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ রুমি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।