ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, সেপ্টেম্বর ২২, ২০১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল সকাল ১০টায় ক ও খ ইউনিট, দুপুর ১টায় গ ইউনিট এবং বিকেল ৪টায় ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার হলে শিক্ষার্থীরা কোনো ধরণের হাত ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেনা।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.barisaluniv.ac.bd ও  www.barisaluniv.edu.bd এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।