ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

শেকৃবিতে উদ্যান ও কীটতত্ত্ব বিভাগে দুই শিক্ষকের যোগদান

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, সেপ্টেম্বর ২২, ২০১৪
শেকৃবিতে উদ্যান ও কীটতত্ত্ব বিভাগে দুই শিক্ষকের যোগদান অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আলী

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পোস্ট গ্রাজুয়েট ডিন হিসেবে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও ইনস্টিটিউট অব সিডের পরিচালক হিসাবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী যোগদান করেছেন।

উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা তাদের ২ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।



যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ওই দুই শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অধ্যাপক নজরুল ইসলাম রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম ইয়াকুব আলী সরকার ও মার নাম মরহুম রাবেয়া খাতুন।

নজরুল ইসলাম বিভিন্ন সময় বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ান, হলের দায়িত্বসহ বিভিন্ন উচ্চ পদে কর্মরত ছিলেন।

এছাড়া আরেক নিয়োগ প্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আলীরও রয়েছে দীর্ঘ দিনের শিক্ষকতার অভিজ্ঞতা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।