ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বুয়েটের নতুন উপাচার্যকে ড. ফারজানার অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, সেপ্টেম্বর ১২, ২০১৪
বুয়েটের নতুন উপাচার্যকে ড. ফারজানার অভিনন্দন বুয়েট উপাচার্য ড. খালেদা একরাম ও জাবি উপাচার্য ড. ফারজানা ইসলাম

ঢাকা: দেশে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. খালেদা একরাম নিয়োগ পাওয়ায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (আহমেদ সুমন) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।



উল্লেখ, স্থাপত্য বিদ্যা বিভাগের অধ্যাপক ড. খালেদা একরামকে চার বছরের জন্য প্রতিষ্ঠানটির উপাচার্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

বুয়েট উপাচার্য অধ্যাপক নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ওই পদে খালেদা একরামকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে খালেদা একরাম দ্বিতীয় নারী উপাচার্য। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ফারজানা ইসলাম নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।