ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষায় বাংলাদেশকে অনুসরণ করছে উন্নয়নশীল দেশগুলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, সেপ্টেম্বর ৮, ২০১৪
শিক্ষায় বাংলাদেশকে অনুসরণ করছে উন্নয়নশীল দেশগুলো ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা

ঢাকা: শিক্ষাক্ষেত্রে দ্রুত অগ্রগতির ফলে বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলো অনুসরণ করছে বলে জানিয়েছেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা।

সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দফতরে দেখা করে তিনি এ কথা জানান।



বাংলাদেশে শিক্ষার দ্রুত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ইউনেস্কোর মহাপরিচালক জানান, বাংলাদেশকে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলো অনুসরণ করছে। শিক্ষার মান ক্রমান্বয়ে বাড়ছে। তবে তা বিশ্বমানে নিয়ে যেতে হবে।

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ঢাকায় অনুষ্ঠিত ‘নারী ও কন্যাশিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশে আসেন ইউনেস্কো প্রধান।
সফরকালে নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি স্মারক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘শান্তি বৃক্ষ’ তুলে দেন তিনি।

সচিবালয়ে শিক্ষামন্ত্রী ইউনেস্কো প্রধানের কাছে গত সাড়ে ছয় বছরে শিক্ষাখাতের অগ্রগতি ও উন্নয়ন তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেকদূর এগোতে হবে। শিক্ষাই বাংলাদেশের দারিদ্র্য দূর করবে। তিনি বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতিতে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতা কামনা করেন।

ইউনেস্কো মহাপরিচালক নিজেকে বাংলাদেশের শিক্ষা পরিবারের একজন সদস্য মনে করে আনন্দিত হন বলে মন্তব্য করেন। তিনি সবসময় বাংলাদেশকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক।
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।