ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রককে হুমকি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, আগস্ট ২৬, ২০১৪
ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রককে হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে ‘স্তব্ধ’ করে দেওয়ার হুমকি দিয়েছে ‘শীর্ষ সন্ত্রাসী শাহাদাত’ পরিচয়ে এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় বলে পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বাংলানিউজকে জানান।



এ ঘটনায় তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন বলে জানিয়েছেন।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, ঘটনার পর গতকাল বিকেলে থানায় জিডি করা হয়। জিডি নং- ১৩৫২। এতে উল্লেখ করা হয়, 'আজ (মঙ্গলবার) দুপুর আনুমানিক দুপুর ১২টা ২০ থেকে ২৫ মিনিটের সময় অফিসে কর্তব্যরত অবস্থায় আমার মোবাইল ফোনে ‘০১৬২৪০২২৯১৮’ নম্বর থেকে একটি ফোন আসে।

এ সময় তাকে ফোন করে তাকে স্তব্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।