ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

পবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, আগস্ট ২২, ২০১৪
পবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

শুক্রবার পবিপ্রবি’র রেজিস্ট্রার মো. নওয়াব আলী সাংবাদিকদের এ তথ্য জানান।



নওয়াব আলী জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদকে তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২টা থেকে ১টা পর্যন্ত এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd এর মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।