ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

বিসিএস উত্তীর্ণ ৯১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, জুলাই ২৪, ২০১৪
বিসিএস উত্তীর্ণ ৯১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ

ঢাকা: ৩৩তম বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতায় ক্যাডার পদে নিয়োগ না পাওয়া প্রার্থীদের মধ্যে ৯১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ বিধিমালা-২০১০ এবং গত ৭ জুন জারিকৃত সংশোধিত বিধি অনুসরণ করে মেধা ও কোটা পদ্ধতি অনুসরণে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।



নিয়োগকৃতদের মধ্যে ২০ জনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধার শর্তে ২শ’ কারখানায় পরিদর্শক নিয়োগের কথা বলা হয়েছিলো।   বাকিদের মধ্যে ৪৪ জনকে উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে নিয়োগ দেয়া হয়।

অবশিষ্টরা শিক্ষা, তথ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, গৃহায়ণ ও গণপূর্ত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন।

নিয়োগকৃতদের তালিকা পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd তে পাওয়া যাবে। নিয়োগ পাওয়া প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেছে পিএসসি।

তথ্য বিভ্রাটের কারণে ১০ প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়েছে বলেও জানিয়েছে পিএসসি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।