ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

গাজায় গণহত্যার প্রতিবাদে জাবি শিক্ষক সমিতির মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, জুলাই ২৪, ২০১৪
গাজায় গণহত্যার প্রতিবাদে জাবি শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক বদিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে অধ্যাপক ফরিদ আহমদ ও অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।