ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, জুলাই ১৭, ২০১৪
গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয়: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, বিশ্ব জনমতের তোয়াক্কা না করে ইসরাইল যেভাবে নির্মম গণহত্যায় মেতে উঠেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আপনারা ফিলিস্তিনের মানবিক বিপর্যয়রোধে ইতিবাচক ভূমিকা পালন করুন এবং হামলা বন্ধে বিশ্ববিবেকের কাছে আপনাদের সোচ্চার অবস্থান তুলে ধরুন।  

এ সময় ইসরাইলি আগ্রাসন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে জাতিসংঘসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের কাছে আহ্বান জানান ঢাবি শিক্ষক নেতারা।

একই সঙ্গে ইসরাইলের অব্যাহত যুদ্ধংদেহী অবস্থার স্থায়ী, দীর্ঘমেয়াদী ও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।