ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষার ইউনিট ও ফি কমানোর দাবিতে স্মারকলিপি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জুলাই ১৭, ২০১৪
রাবিতে ভর্তি পরীক্ষার ইউনিট ও ফি কমানোর দাবিতে স্মারকলিপি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট এবং ফরমের দাম কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশন।

বৃহস্পতিবার দুপুর ১২টার থেকে সাড়ে ১২টার মধ্যে ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে পৃথক স্মারকলিপি পেশ করেন।



ছাত্রফ্রন্টের স্মারকলিপিতে আসন্ন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফরমের দাম কমানোর দাবিসহ পাঁচদফা দাবি উল্লেখ করা হয়।

অন্য দাবিগুলো হলো, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভর্তি বাণিজ্য এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য হেলপ সেন্টার স্থাপন করতে হবে।

ছাত্রফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহর আলী, অর্থ সম্পাদক তাশনুভা তাহরীন অন্তরা প্রমুখ।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দুই দফা দাবিতে স্মাকরলিপি পেশ করেন ছাত্র ফেডারেশন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাবে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। অথচ বিশ্ববিদ্যালয়ে একটি যৌন নিপীড়ন বিরোধী সেল আছে। কিন্তু সাধারণ ছাত্ররা তা সম্পর্কে কিছু জানেন না। ক্যাম্পাসে যৌন নিপীড়ন বন্ধের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রের কাছে এই নীতিমালা পৌঁছানো এবং এই সম্পর্কে সচেতনতা বাড়াতে গণ ওরিয়েন্টশন ক্লাশের দাবি জানানো হয়।

এছাড়া আসন্ন ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ছাত্রদের অথনৈতিকসহ সব ধরনের ভোগান্তি দূর করতে ভর্তি পরীক্ষার ইউনিট আটটি থেকে কমিয়ে চারটি ইউনিট (ক,খ,গ, ঘ) করার দাবি জানানো হয়।

ছাত্র ফেডারেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সাধারণ সম্পাদক যারিফ অয়ন, সাংগঠনিক সম্পাদক নুরুল নাহিদ অর্থ সম্পাদক তমাশ্রী দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।