ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবি’র সমঝোতা স্মারক সই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, জুলাই ১৭, ২০১৪
খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবি’র সমঝোতা স্মারক সই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার জন্য সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

রবিতে দক্ষ জনশক্তি নিশ্চিত করতে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে অপারেটরটি।

এ চুক্তির আওতায় খুবির মেধাবী শিক্ষার্থীরা রবিতে হাতে-কলমে ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড বিজসেন অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের ডিন অধ্যাপক এসকে মাহমুদুল হাসান বলেন, এই ইন্টারর্নশিপ কর্মসূচির আওতায় খুবির শিক্ষার্থীরা দেশের অন্যতম শীর্ষ একটি মোবাইল ফোন অপারেটরে হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে বিশ্বমানের জনশক্তি গড়ে তোলায় অবদানের জন্য রবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

মেধাবী শিক্ষার্থীরা যখন তাদের কর্মজীবন শুরু করবে তখন এই ইন্টার্নশিপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন মাহমুদুল হাসান।

রবি আজিয়াটা লিমিটেডের পিপল অ্যান্ড কর্পোরেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান বলেন, এই কোম্পানিতে মেধাবী জনশক্তি নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে চলমান অংশীদারিত্ব গড়ার অংশ হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি করল রবি। রবি সবসময়ই মেধার মূল্যায়ন করে, কারণ তারাই কোম্পানির রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখে।

তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে মেধাবী শিক্ষার্থীরা যেন রবিতে যোগ দেন এ ব্যাপারে রবি সবসময়ই তাদের উৎসাহিত করতে চায়।

রবিতে এখন ১৭শ’র বেশি কর্মী কাজ করে। রবি সবসময় তাদের কর্মীদের জন্য বিভিন্ন মেধা বিকাশ কর্মসূচির আয়োজন করে যা তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির সুযোগ এনে দেয়।  
            
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।