ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

জবি সাংবাদিক সমিতির ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৭, জুলাই ১৫, ২০১৪
জবি সাংবাদিক সমিতির ইফতার

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিগমুন্ড ফ্রয়েড মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।



মাহফিলে নবীন-প্রবীন সাংবাদিক, উপাচার্য, শিক্ষক নেত‍া, শিক্ষার্থী  ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সব শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাদের উপস্থিতিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিলটি পূর্ণতা পেয়েছে।

সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোজাউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সরকার আলী আক্কাস, সাধারণ সম্পাদক অধ্যাপক পরিমল বালা, নীল দলের সভাপতি অধ্যাপক আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক ড. নূর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি দিপঙ্কর, ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সজল প্রমুখ।

এসময় সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ০৪০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।