ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশাল মেডিকেল কলেজে ঈদের ছুটি শুরু ১৯ জুলাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, জুলাই ১৪, ২০১৪
বরিশাল মেডিকেল কলেজে ঈদের ছুটি শুরু ১৯ জুলাই

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ১৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ঈদের ঘোষণা করা হয়েছে।

তবে এ ছুটি কলেজের শিক্ষার্থীদের জন্য হলেও শিক্ষক অর্থাৎ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছেন কলেজ ছাত্র শাখা।



ছাত্র শাখার অফিস সহকারী রেজাউল করিম জানান, ৩১ জুলাই (বৃহস্পতিবার) ছুটি শেষ হবে। ২ আগস্ট (শনিবার) থেকে মেডিকেল কলেজের সব বিভাগে শিক্ষা কার্যক্রম চলবে।

তিনি আরো জানান, এ ছুটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। তবে চিকিৎসক ও কর্মকর্তারা সরকারি ছুটির দিনগুলোতে ছুটি পালন করবেন। আর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব ভাগ করে ঈদের ছুটি পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।