ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

শামীম ওসমানকে গ্রেফতার দাবি রাবি সাংবাদিক সমিতির

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, জুন ৩০, ২০১৪
শামীম ওসমানকে গ্রেফতার দাবি রাবি সাংবাদিক সমিতির শামীম ওসমান

রাবি: সাংবাদিকদের ব্যাপারে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের কটূক্তির নিন্দা জানিয়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি শাকির আহমদ ও সাধারণ সম্পাদক সাঈদ শুভ এ দাবি জানান।



বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের নিয়ে শামীম ওসমানের ন্যাক্কারজনক মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং স্থানীয় সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শামিম ওসমান সাংবাদিকদের নিয়ে যে বক্তব্য রেখেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সংসদ সদস্য হিসেবে এ ধরনের মন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকারের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।