ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদিত

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, জুন ২৮, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদিত

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৬তম সিনেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ১৪৩ কোটি ৬৮ লাখ টাকার বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদ।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে সেশনজট থেকে উত্তরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

আর এ চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে দেশের সার্বিক উন্নয়নে এ প্রতিষ্ঠান বড় ভূমিকা পালন করবে।

সভায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশিদ প্রমুখ।

অধিবেশনে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ কাজী ফারুক উদ্দিন, অধ্যাপক মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিশ্বিবিদ্যালয়ের সিনেট সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।