ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

আইনজীবীদের অর্থ নয় সত্যের পেছনে ছুটতে হবে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জুন ২২, ২০১৪
আইনজীবীদের অর্থ নয় সত্যের পেছনে ছুটতে হবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান

রাবি: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আইনজীবীদের সমাজের নীতি-নৈতিকতা কঠোরভাবে মেনে চলতে হবে। তাদের অর্থের পেছনে না ছুটে সত্যের পেছনে ছুটতে হবে।



রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের উদ্যোগে ‘আইন শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

রাবিতে বিভিন্ন সময় রগ কাটাসহ বিভিন্ন সহিংসতার ঘটনার উল্লেখ করে ড. মিজান বলেন, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্বের অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস। এখানে এভাবে রগ কাটার ঘটনা ঘটে। আমরা কোন পথে যাচ্ছি?

তিনি বলেন, আমাদের মধ্যে অনেকেই ইসলাম বলতে জঙ্গিবাদকে বোঝেন। তারা ভুলে যায় যে ইসলাম এবং জামায়াতে ইসলাম কখনও এক হতে পারে না।

আইনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মিজান বলেন, আইনের শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সমাজের নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। সাতখুনের ঘটনায় জড়িত অপরাধী বা শামীম ওসমানের মতো মানুষদের সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করবে কিনা সে সিদ্ধান্ত এখনই শিক্ষার্থীদের নিতে হবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের আইনজীবী হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।

আইন অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম আহসান কবির।

রাবির আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইন বিভাগের অধ্যাপক ড. এম আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান, সহকারী অধ্যাপক তাপস কুমার দাস, সালমা আখতার খানম, মমতাজ খাতুন প্রভাষক সাদিকুল ইসলাম, শিবলী ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।