ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা ১৯-২৫ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, জুন ১০, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষা ১৯-২৫ অক্টোবর

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকেও তা দেখা যাবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, দ্রুততম সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরুর লক্ষে একটু আগেভাগেই ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।