ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

১৬ জুন ঢাবিতে আসছেন জাইকা প্রেসিডেন্ট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, জুন ৬, ২০১৪
১৬ জুন ঢাবিতে আসছেন জাইকা প্রেসিডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) প্রেসিডেন্ট মি. আকিহিকো তানাকা আগামী ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সফর করবেন।

এর আগে ১৪ জুন তিনি বাংলাদেশ সফরে আসবেন।


 
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুন সকাল ১০টায় তানাকা ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ছাত্র, শিক্ষক, গবেষক এবং কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।
 
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ কেই তোয়ামার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। উপাচার্যের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
 
সফরকালে জাইকা প্রেসিডেন্ট ঢাবির জাপান স্টাডি সেন্টার পরিদর্শন করবেন। এছাড়া জাইকার আর্থিক সহায়তায় পরিচালিত কার্যক্রম নিয়েও মতবিনিময় করবেন।  
 
ঢাবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাপান সফর করেছেন। তার এ সফরের পর জাইকা প্রেসিডেন্টের বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন খুবই গুরুত্বপূর্ণ।
 
উপাচার্য বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে জাপান বিভিন্নভাবে সহায়তা করছে।
 
জাপানকে বাংলাদেশের বড় দাতাদেশ উল্লেখ করে উপাচার্য বলেন,  জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক দিন দিন আরো মজবুত ও দৃঢ় হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।