ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

কুবির উন্নয়নে ৬৮ কোটি টাকার প্রকল্প

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জুন ৩, ২০১৪
কুবির উন্নয়নে ৬৮ কোটি টাকার প্রকল্প

কুবি: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উন্নয়নে ৬৮ কোটি ৫৬ লাখ টাকার প্রকল্প পাস হয়েছে।

মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়।

এতে কুবির পক্ষে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কুবি রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

তিনি জানান, ১১৬ কোটি ৯২ লাখ টাকার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশন ৬৮ কেটি ৫৬ লাখ টাকার প্রস্তাবনা পাস করে।

এই প্রকল্পের আওতায় রয়েছে একটি একাডেমিক ভবন ও একটি ছাত্রী হল নির্মাণ, অসমাপ্ত ভবন ও হলের কাজ সম্পূর্ণ করাসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা।

প্রকল্পের আওতাভুক্ত কাজগুলো ২০১৯ সালের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।

কুবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকল্পটি বড় প্রকল্প না হলেও আমাদের বিদ্যমান সমস্যাগুলো কিছুটা দূর হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।